।। জেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রামে ইউনিসেফের সহযোগিতায় অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজনে মেধা বিকাশ ও শিশুদের অধিকার আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে দু’দিন ব্যাপী শিশু সাংবাদিকদের কর্মশালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে শহরের টেরেডেস হোমসের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
কুড়িগ্রামে ইউনিসেফের সহযোগিতায় অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজনে মেধা বিকাশ ও শিশুদের অধিকার আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে দু’দিন ব্যাপী শিশু সাংবাদিকদের কর্মশালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে শহরের টেরেডেস হোমসের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
হ্যালো’র কুড়িগ্রাম জেলা সমন্বয়ক সুজন মোহন্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, ইউনিসেফ বাংলাদেশ চিফ অব ফিল্ড অফিসার ফর রংপুর আন্ড রাজশাহী ডিভিশনের নাজিবুল্লাহ হামীম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুড়িগ্রাম প্রতিনিধি আহসান হাবীব নীলু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মাসুম বিল্লাহ এবং ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের কর্মকর্তা জেসমিন বি হোসেইন প্রমুখ।
২ দিনব্যাপী শিশু সাংবাদিক কর্মশালায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনী দিনে শুক্রবার (২১ অক্টোবর) বিকাল ৪টায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হবে।
//নিউজ//কুড়িগ্রাম//সাইফুল/অক্টোবর/২০/২২