।। জেলা প্রতিনিধি ।।
“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে সড়ক দূর্ঘটনা রোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সমন্বিত উদ্দ্যোগে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে ঘোষপাড়াসহ ট্রাফিক পুলিশ বক্সের সামনে ও জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে সড়ক দূর্ঘটনা রোধ, যানবাহন চলাচলে সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনে সচেতনতামূলক বিশেষ সমন্বিত উদ্দ্যোগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি (সাবেক এমপি) মোঃ জাফর আলী, পৌর মেয়রের প্রতিনিধি প্যানেল মেয়র মোঃ তোতা মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, প্রথম আলোর সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, টিআই (শহর ও যানবাহন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার ড্রাইভার, মালিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এরপর পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনস্পেক্টর সহ উপস্থিত সকলেই সরেজমিনে কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সরেজমিনে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত সকলের কাছে কুড়িগ্রাম শহরকে কিভাবে অধিকতর সুন্দর শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ করা যায় সে বিষয়ে বিভিন্নজনের মতামত নেয়া হয়। সকলের সাথে আলোচনাক্রমে সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্রমান্বয়ে যানবাহন ও সড়কে শৃঙ্খলার বিষয়ের একসাথে কার্যক্রম করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সম্মিলিত সহযোগিতায় আলোকিত কুড়িগ্রাম আরো প্রত্যয় দীপ্ত, দীপ্তিমান হবে সে বিষয়ে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
//নিউজ/কুড়িগ্রাম//সাইফুল/অক্টোবর/১৯/২২