|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন চত্ত্বরে উদগীরণ প্রাঙ্গণে শেখ রাসেল’র প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগ, কুড়িগ্রাম জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম সরকারি কলেজ, জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
➤ উলিপুরে শেখ রাসেল দিবস পালিত
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এ স্লোগানকে ধারণ করে উলিপুরে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
➤ উলিপুরে ক্ষতিগ্রস্থ কৃষকদের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন
উলিপুরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জমির মালিকানা নির্ধারণ হওয়ার পরেও বুড়ি তিস্তার সাড়ে ১২ কিলোমিটার জুড়ে অবস্থিত ৫৬.২৪ হেক্টর ব্যক্তির মালিকানাধীন জমি অধিগ্রহণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের মাঝে টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
➤ কুড়িগ্রাম সদরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
মঙ্গলবার বিকেল ৪টার দিকে নিহত ফেরদৌসীর এক সন্তান স্কুল থেকে ফিরে মায়ের ঘরের দরজা বন্ধ দেখতে পায়। দীর্ঘ সময় ডাকাডাকির পরও সারা শব্দ না পেয়ে সে স্থানীয়দের জানায়। স্থানীয়রা মিস্ত্রি এনে দরজার লক ভেঙ্গে নিহত ফেরদৌসীকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
➤ কুড়িগ্রামে মহিলা পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
এবারে সাংগঠনিক পক্ষের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘সংগঠনের শক্তি সংহত করি: সংগঠকের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশাদারী দক্ষতা জোরদার করি।’ এই শ্লোগানকে ধারণ করে সংগঠনের সাংগঠনিক পক্ষের কার্যক্রম র্নিধারণ করা হয়।