।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জমির মালিকানা নির্ধারণ হওয়ার পরেও বুড়ি তিস্তার সাড়ে ১২ কিলোমিটার জুড়ে অবস্থিত ৫৬.২৪ হেক্টর ব্যক্তির মালিকানাধীন জমি অধিগ্রহণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের মাঝে টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কেসি রোডের মসজিদুল হুদা মোড়ে আধা ঘন্টা রাস্তা বন্ধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খননে ক্ষতিগ্রস্ত জমির মালিকগণের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কৃষক গোলাম সরওয়ারদী, আব্দুল হাই, নুর ইসলাম প্রমুখ।
//নিউজ/উলিপুর//মালেক/অক্টোবর/১৮/২২