।। নিউজ ডেস্ক ।।
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এ স্লোগানকে ধারণ করে উলিপুরে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, উলিপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ। এতে অংশগ্রহন করেন শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। শেষে পুরস্কার বিতরণ করা হয়।
//নিউজ/উলিপুর//মালেক/অক্টোবর/১৮/২২