।। নিউজ ডেস্ক ।।
সরকার ঘোষিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর লক্ষ্যে অস্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্যতা যাচাই এ কুড়িগ্রামে এলাকা পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ।
আগামী বছরে কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর লক্ষ্যে দ্রুততম অস্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্যতা যাচাই এর জন্য শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বন্ধ থাকা কুড়িগ্রাম টেক্সটাইল মিলস্ ভবন ও ক্যাম্পাস পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন পিএসি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোঃ জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার প্রমুখ।
উপস্থিত সকলেই আগামী শিক্ষাবর্ষের মধ্যেই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্যক্রম শুরু করার লক্ষ্যে কাজ করতে চান। তারা বলেন, সরকারের অভিষ্ট লক্ষ্য পূরণের নিমিত্তে দ্রুত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যেন দ্রুত শুরু হয় সে উদ্দেশ্যে নিজেরা একাগ্রতা, নিষ্ঠা ও নিস্বার্থভাবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোঃ জাকির হোসেনকে সর্বাত্বক সহযোগিতা অব্যাহত রেখেছেন।