।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদরে কৃষকদের মাঝে চরাঞ্চলে চাষাবাদ উপযোগী ফসলের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন ফেডারেশন হলরুমে চর উপযোগী তিল, তিসি, লাউ ও মিস্টি কুমড়ার বীজ কৃষকদের বিতরণ করা হয়।
এসময় যাত্রাপুর ইউনিয়নসহ জেলার ২০টি ইউনিয়নের ১৮০জন কৃষককে পর্যায়ক্রমে ১লক্ষ টাকার বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মো. জব্বার আলী সরকার, উপদেষ্টা সভাপতি মো. শাহাদত হোসেন, হুমায়ুন কবির সূর্য, প্রকল্প কর্মকর্তা হাসানুল কবির পলিন প্রমুখ।
আরডিআরএস বাংলাদেশ’র ট্রান্সবাউন্ডারী ফ্লাড রেজিলেন্স প্রজেক্ট ইন সাউথ এশিয়া প্রকল্প থেকে বিতরণকৃত বীজগুলো ২শ’ বিঘা জমিতে রোপন করা হবে। কৃষককে দেশীয় প্রজাতির ফসল চাষাবাদে উদ্বুব্ধ করতে এসব বীজ বিতরণ করা হয়।