।। নিউজ ডেস্ক ।।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১২ অক্টোবর) সদর উপজেলার কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলী আকবর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্তা ফিজানুর রহমান, কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আবেদ আলী, কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, ছিনাই ইউপি চেয়ারম্যান সাদেকুল হক নুরু প্রমুখ।
মহড়ায় অগ্নিকান্ডের সময় দ্রুত আগুন নেভানো ও ভূমিকম্পের সময় উদ্ধার তৎপরতার মহড়া প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট সোসাইটি ও শিক্ষার্থীরা এই মহড়ায় অংশ নেন।