|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে হত্যার ‘হুমকি’ ছাত্রলীগ নেতার
শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে জেলা ছাত্রলীগ সভাপতি রাজু দলবলসহ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুর ওপর অতর্কিতভাবে চড়াও হয়। এসময় অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেন।
➤ কুড়িগ্রাম সদরে ২৭৫টি অসহায় পরিবারের মাঝে সাড়ে ১২ লক্ষ টাকা বিতরণ
আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএন ওমেন ও স্থানীয় বেসরকারি সংগঠন এএফএডি’র উদ্যোগে মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টায় পৃথকভাবে হলোখানা ও ঘোগাদহ ইউনিয়নে ২৭৫টি হতদরিদ্র ও অসহায় পরিবারে ৪হাজার ৫শ’ টাকা করে মোট ১২লাখ ৩৭হাজার ৫শ’ টাকা বিতরণ করা হয়েছে।
➤ ভূরুঙ্গামারীতে এসএসসির প্রশ্নপত্র ফাঁসের মামলায় ছয় আসামীর জামিন না মঞ্জুর
মঙ্গলবার (১১ অক্টোবর) কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধার্য তারিখে আসামীদের আদালতে হাজির করা হয়। আসামী পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক তা না মঞ্জুর করে আবারো জেলহাজতে প্রেরণের আদেশদেন।
➤ কুড়িগ্রাম আদালতে হলফনামা করতে গিয়ে এনআইডি জালিয়াতি করা গৃহবধূ আটক
সোমবার (১০ অক্টোবর) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মজনু মিয়ার আদালতে হলফনামা করতে গেলে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে হলফনামা করার চেষ্টার অপরাধে তাকে পুলিশে সোপর্দ করে আদালত।