।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাইক র্যালি’র আয়োজন করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন। এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, বাইকার্স ক্লাবের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, বাইকার্স ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিন হোসেন মারুফ, এডমিন এএসএম শাওন, প্রতিষ্ঠাতা সদস্য মিনহাজুল ইসলাম নাসিম, জামিল আহসান পুলক প্রমুখ।
ইয়ুথ এন্ড কমিউনিটি এ্যালায়েন্স’র সহযোগিতায় কুড়িগ্রাম বাইকার্স ক্লাবের আয়োজনে র্যালিতে ২০টি বাইসাইকেল এবং ৪০টি মোটর বাইক অংশ নেয়।
কুড়িগ্রাম বাইকার্স ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিন হোসেন মারুফ জানান, আমরা বাইকার্স ক্লাবের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ ,মাদক বিরোধী র্যালি, ট্রাফিক বিষয়ে সচেতনতা এবং প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করি। চলতি বন্যায় আমরা দুর্গতদের মাঝে ২৫লক্ষ টাকার ত্রাণ বিতরণ করে।
এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বাইকার্স ক্লাব যে র্যালি আয়োজন করেছে তার জন্য সাধুবাদ জানাই। দেশের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করতে যুব সমাজকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। আর সেই কাজটিই করছে কুড়িগ্রামের বাইকার্স ক্লাব।