।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, দুর্গাপুর ইউনিয়নের জানযায়গীর গ্রামে গত ১১ সেপ্টেম্বর রাসেল যৌতুকের টাকার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় মারফি আক্তার বলে আমার বাবা-মা যৌতুকের টাকা দিতে পারবেনা। একথা শুনে পাষন্ড রাসেল ৭ মাসের গর্ভবতী স্ত্রী মারফি আক্তারের পেটে লাথি মারে। মারফি সাথে সাথে গুরুত্বর আহত হয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে সন্তান প্রসব করে। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুত্বর আহত মারফি এবং বাচ্চাকে বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর বাচ্চাটি মারা যায়। অবস্থা বেগতিক দেখে রাসেল ও তার পরিবারের লোকজন শ্বশুর বাড়িতে গিয়ে ভূল স্বীকার মারফিকে রেখে মত্যু সন্তানকে বাড়িত নিয়ে এসে দাফন করে। পরিবারের লোকজন অসুস্থ মারফিকে পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা করান। শনিবার (০১ অক্টোবর) সে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার (০৪ অক্টোবর) কর্তব্যরত চিকিৎসক কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকালে হাসপাতালে মারফি মৃত্যুর কোলে ঢলে পড়ে।