।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে যৌতুকের টাকার জন্য গর্ভের সন্তান ও স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে, গত ১১ সেপ্টেম্বর দুর্গাপুর ইউনিয়নের জানযায়গীর গ্রামে। এ ঘটনায় ঘাতক স্বামী রাসেল মিয়া (২৮) কে থানা পুলিশ আটক করেছে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধরনীবাড়ী ইউনিয়নের লাঠির খামার মেনাজুল হকের মেয়ে মারফি আক্তার (২০) এর সাথে দেড় বছর আগে দুর্গাপুর ইউনিয়নের ইউনিয়নের জানযায়গীর গ্রামের আব্দুল হাকিমের পুত্র রাসেল মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে রাসেল মিয়া দেড় লাখ টাকার জন্য প্রায় সময় স্ত্রী মারফি আক্তারকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে। গত ১১ সেপ্টেম্বর রাসেল যৌতুকের টাকার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় মারফি আক্তার জানায় আমার বাবা-মা যৌতুকের টাকা দিতে পারবেনা। একথা শুনে রাসেল ৭ মাসের গর্ভবতী স্ত্রী মারফি আক্তারকে পেটে লাথি মারে। মারফি সাথে সাথে গুরুত্বর আহত হলে কিছুক্ষণের মধ্যে সন্তান প্রসব করে। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুত্বর আহত মা এবং বাচ্চাকে বাড়িতে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর বাচ্চাটি মারা যায়। অবস্থা বেগতিক দেখে রাসেল ও তার পরিবারের লোকজন শ্বশুর বাড়িতে গিয়ে ভূল স্বীকার মারফিকে রেখে মত্যু সন্তানকে বাড়িত নিয়ে এসে দাফন করে। পরিবারের লোকজন গুরুত্বর অসুস্থ মারফিকে পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা করান। গত শনিবার (১অক্টোবর) সে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তার অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার (৪ অক্টোবর) কর্তব্যরত চিকিৎসক কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে হাসপাতালে মারফি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় ঘাতক স্বামী রাসেল মিয়াকে পুলিশ আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত স্বামী রাসেলকে আটক করা হয়েছে।
//নিউজ/উলিপুর//মালেক/অক্টোবর/০৬/২২