|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, অক্টোবর ০৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারী উপজেলা পরিষদ উপ নির্বাচন, আ. লীগের মনোনয়ন পেয়েছেন সোলায়মান আলী সরকার
চিলমারী উপজেলা পরিষদ উপ-নিবার্চনে নৌকার মাঝি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের শ্বশুর ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের বড় ভাই মোঃ সোলায়মান আলী সরকার।
➤ ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সোনাহাট স্থলবন্দর থেকে তিন বন্ধু একি মোটর সাইকেলে ভূরুঙ্গামারী সদরে আসছিলো। তারা ভূরুঙ্গামারী- সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
➤ কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সভায় বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদার সঙ্গে জাতি গঠনের বিষয়টি জড়িত। তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরও মনোযোগী হতে হবে। পাশাপাশি শিক্ষকের আর্থিক ও মর্যাদা বৃদ্ধির জন্য সরকার, সমাজ ও ব্যক্তি এগিয়ে আসা জরুরি।
➤ কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন
কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজনে ও অর্থায়নে নাগেশ্বরী উপজেলার রাস্তায় দুই হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।