।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিতে হয়েছে। এ উপলক্ষে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জেলা সন্মিলিত শিক্ষক সমাজ এক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের আহবায়ক খলিলগঞ্জ কারিগরী ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুর বখত মিয়া, কাঁঠালবাড়ী কলেজের অধ্যক্ষ আবেদ আলী, মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক মামুন সেলিম, চর বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদার সঙ্গে জাতি গঠনের বিষয়টি জড়িত। তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরও মনোযোগী হতে হবে। পাশাপাশি শিক্ষকের আর্থিক ও মর্যাদা বৃদ্ধির জন্য সরকার, সমাজ ও ব্যক্তি এগিয়ে আসা জরুরি।