।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজনে ও অর্থায়নে নাগেশ্বরী উপজেলার রাস্তায় দুই হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ মালিকানাধীন নাগেশ্বরী উপজেলার এগারমাথা ব্রিজের পূর্ব হতে কাশীপুরগামী রাস্তা পর্যন্ত বিভিন্ন জাতের বনজ, ফলজ ও ঔষধি দুই হাজার গাছের চারা রোপন করা হয়। প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন উদ্বোধন করেন নাগেশ্বরী নেওয়াশী ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান মুকুল । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান শাহীন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সার্ভেয়ার রাশেদুজ্জামান রাসেল, গোলাম রব্বানী, সাইফুল ইসলাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।