|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, অক্টোবর ০৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষক জাল সনদধারী
ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দেশ জুড়ে চলছে তোলপাড়। প্রশ্ন ফাঁসের ঘটনায় কয়েকজন শিক্ষক গ্রেফতার হওয়ায় শিক্ষকদের অনিয়ম, দুর্নীতিতে জড়িয়ে পড়া ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ দিয়ে চাকুরি করাসহ নানা অভিযোগ দীর্ঘদিনের।
➤ কুড়িগ্রামে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী তিথীতে কুমারী পূজা অনুষ্ঠিত
দুর্গোৎসবের একটি বড় অঙ্গ হচ্ছে কুমারী পূজা। সকল নারীর মধ্যই বিরাজিত রয়েছে দেবীশক্তি । তবে কুমারী রূপেই মা দুর্গা বিশেষভাবে প্রকটিত হয়েছিলেন । তাই, কুমারী রূপে নারীকে দেবীজ্ঞানে সন্মান জানানোর একটি বাস্তব উদাহরণ হচ্ছে কুমারী পূজা ।
➤ কুড়িগ্রামে খুন ও লাশ গুমের অভিযোগের ১৭ মাস পর নারী জীবিত উদ্ধার
সদর থানা পুলিশ জানায়, কুড়িগ্রাম পৌর এলাকার সওদাগরপাড়ার আলমগীর হোসেনের স্ত্রী পাঁচ সন্তানের জননী চুরিফিতা বিক্রেতা মারিজা বেগম ২০২১ সালের ১৫ এপ্রিল নিখোঁজ হন। এ ঘটনায় একে অপরের প্রতি খুন ও গুমের অভিযোগ তোলে মারিজার স্বামী ও ভাইয়েরা।