|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, অক্টোবর ০২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে উদ্ভাবনী ধারণা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
রবিবার বেলা ১১টায় বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, উপজেলা শিক্ষা অফিসের কৃতজ্ঞতায়, বিদ্যালয়ের সহযোগিতায় ও উদ্ভাবনী ধারণা বিদ্যালয়ের জমিদাতা সদস্যে নামে সম্মাননা পুরস্কার প্রবর্তন বিষয়য়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
➤ রুপালী ব্যাংক রংপুর শাখার সিনিয়র অফিসার মাহবুব আলম নুরনবী আর নেই
রুপালী ব্যাংক, রংপুর শাখার সিনিয়র অফিসার মাহবুব আলম নুরনবী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । শনিবার (০১ অক্টোবর) রাত পোনে ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
➤ ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও দুই আসামীর রিমান্ড মঞ্জুর
রবিবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলী’র আদালতে আসামীদের জামিন ও রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে এই আদেশ দেন তিনি।
➤ নাগেশ্বরীতে এনআইডি জালিয়াতি করে স্ত্রীকে বোন বানানোর অপরাধে আটক স্বামী
নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধা সন্তানের কোটা পেতে নিজের স্ত্রীকে বোন বানানো এবং এনআইডি জালিয়াতি করে চাকরি নিয়ে দেয় সেই বহুল আলোচিত আনিছুর রহমানকে সিআর মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
➤ কুড়িগ্রামের খামারবাড়ি থেকে অর্ধকোটি টাকা মূল্যের জেনারেটর বিক্রি ও টাকা আত্মসাত
গত জুন মাসে সাবেক উপ-পরিচালক আব্দুর রশিদ ও ক্যাশিয়ার আব্দুল আজিজের যোগসাজশে অফিসের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে জেনারেটরটি সরিয়ে ফেলা হয়। এরপর জেনারেটর কক্ষের সব আলামত ধ্বংস করে বাসস্থান হিসেবে ব্যবহার শুরু করেন উপ-পরিচালকের গাড়িচালক জহুরুল হক।