।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে গলায় ফাঁস দিয়ে ময়না বেগম (৪০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (০১ অক্টোবর) গভীর রাতে ধামশ্রেনী ইউনিয়নের বিজয়রাম তবকপুর খেয়াঘাট গ্রামে। তিনি ওই গ্রামের ছক্কু মিয়ার স্ত্রী। ঘটনার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার এস আই মোকারম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ, পরিবারের লোকজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়না ৩/৪ মাস থেকে মানসিক রোগে ভুগছেন। শনিবার ভোর আনুমানিক ভোর ৪ টার দিকে সে সবার অজান্তে গোয়াল ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। সে দুই কন্যা সন্তানের জননী।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, ময়না বেগম মানসিক ভাবে অসুস্থ ছিল। উভয় পরিবারের সন্দেহ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
//নিউজ/উলিপুর//মালেক/সেপ্টেম্বর/৩০/২২