|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
উলিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ইউএনও শোভন রাংসা।
➤ উলিপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
উলিপুরে জন সচেতনতামূলক সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সামাজিক-সম্প্রীতি সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংশা।
➤ উলিপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধের দাবিতে জনসভা অনুষ্ঠিত
উলিপুরে টেকসই পরিবেশ বান্ধব উপায়ে তিস্তা নদীর ভাঙ্গন রোধের দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও তিস্তা নদী রক্ষা কমিটির উদ্যোগে বজরা ইউনিয়নের তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকার বজরা দারুল উলুম সিনিয়র মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।