।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে জন সচেতনতামূলক সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সামাজিক-সম্প্রীতি সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংশা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিনহাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাও. মতিউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল, মোঃ মুহিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. নুর বখত, সাতদরগাহ্ নেছারিয়া কামিল (এম এ) মাদরাসা, অধ্যক্ষ মাও. আবুল কাশেম, থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল শেখ, এডভোকেট আব্দুস সালাাম, মাও. মোশারফ হোসেন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইমাম, পুরোহীত, স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিশেষ কোনো মহল বা ব্যক্তি কোনো ধরনের উসকানি দিয়ে যাতে এই এলাকার মানুষের ধর্মীয় অনুভূতি ও সামাজিক সম্প্রীতি নষ্ট করে ফায়দা লোটার সুযোগ না পায়, সে ব্যাপারে সকল ধর্ম ও শ্রেণিপেশার নেতৃবৃন্দকে সতর্ক থাকতে হবে। মুসলিম, হিন্দু, ধনী-গরিব সবার পরিচয় আমরা মানুষ৷ সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি বাড়াতে হবে। এ ব্যাপারে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
//নিউজ/উলিপুর//মালেক/সেপ্টেম্বর/৩০/২২