|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভূরুঙ্গামারীতে বন্ধুদের সাথে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশী ফরমান আলীর আঙ্গিনায় বন্ধুদের সাথে খেলছিল শিশুটি। এসময় আঙ্গিনায় ব্যাটারীচালিত ভ্যানের ব্যাটারী বৈদ্যুতিকভাবে চার্জ দেয়া হচ্ছিল। অসাবধানতাবশত: শিশুটি সেখানে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে।
➤ উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারে জরুরী অর্থ সহায়তা প্রদান
উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৩ জন দরিদ্র পরিবারের মাঝে জরুরী অর্থ সহায়তা প্রদান উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
➤ কুড়িগ্রামে সামাজিক – সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
সমাবেশে বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের চেুনার আলোকে এই বৈচিত্র্য নিয়েই রাষ্ট্র ও সংবিধানমতে দেশ পরিচালিত হয়। তাই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি বাড়াতে হবে। এ ব্যাপারে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
➤ নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে স্ত্রীকে বোন বানিয়ে প্রতারণা
স্বামী-সন্তান সবই আছে, প্রতিবেশীরাও জানেন তারা স্বামী-স্ত্রী। কিন্তু কাগজে-কলমে তারা হলেন ভাই-বোন। মুক্তিযোদ্ধার কোটা এবং সরকারি সুযোগ সুবিধা পেতে এমন উদ্ভট আর ব্যতিক্রম ঘটনাটি ঘটিয়েছেন বীর মুক্তিযোদ্ধার এক সন্তান।
➤ কুড়িগ্রামে বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা, মোবাইল কোর্টের মাধ্যমে আইনের কঠোর প্রয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টে বিগ্রেড গানসহ নানা সুপারিশমালা পেশ করা হয়।
➤ কুড়িগ্রাম সদরে ও উলিপুরে পৃথকভাবে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ও বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
বক্তারা বলেন জনগন সকল সরকারি দপ্তরের তথ্য জানার অধিকার রাখে। তারা যেন তথ্য পেতে কোন হয়রানীর স্বীকার না হয়। এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা দের এ সংক্রান্ত আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকার তাগিদ দেন।