।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৩ জন দরিদ্র পরিবারের মাঝে জরুরী অর্থ সহায়তা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অক্সফাম বাংলাদেশ এর অর্থায়নে, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির, এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ও নারী এসোসিয়েট পর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ’র বাস্তবায়নে অনুষ্ঠিত জরুরী অর্থ সহায়তা প্রদান আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনএআরআই এর সভাপতি ছবি বেগম। এসময় এ সময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, হাতিয়া ইউপি’র সহকারি সচিব আনোয়ার পারভেজ, সংরক্ষিত ইউপি সদস্য বুলবুিল বেগম, নারী এসোসিয়েট পর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন, এমজেএসকেএস’র ফাইনেন্স অফিসার নাসিমা খাতুন, মনিটরিং অফিসার রোকনুজ্জামান প্রমূখ। ৮৩ জন দরিদ্র পরিবারের মধ্যে ১৫জন প্রতিবন্ধী পরিবারে ৫ হাজার ৫’শ ও ৬৮ পরিবারে ৪ হাজার ৫’শ করে টাকা প্রদান করা হয়।
এছাড়া মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বুড়াবুড়ি ইউনিয়নে ৮৪ জন দরিদ্র পরিবারের মধ্যে ১৫জন প্রতিবন্ধী পরিবারে ৫ হাজার ৫’শ ও ৬৮ পরিবারে ৪ হাজার ৫’শ করে টাকা প্রদান করা হয়।
//নিউজ/উলিপুর//মালেক/সেপ্টেম্বর/২৮/২২