।। নিউজ ডেস্ক ।।
“তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিবাদ্য নিয়ে কুড়িগ্রাম সদরে ও উলিপুরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ ও বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাক্ষ মোঃ মির্জা নাসির উদ্দীন, পৌর মেয়র কাজিউল ইসলাম,পি পি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু প্রমুখ। আলোচনা শেষে তথ্য অধিকার নিয়ে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ করা হয়।
অন্যদিকে দিবসটি ঘিরে উলিপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌমিতা সাহা, মহিদেব যুব কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী রেজাউল করিম, প্রকল্প ব্যবস্থাপক নিভা রানী রায়, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সুলতানা বেগম প্রমুখ।
বক্তারা বলেন জনগন সকল সরকারি দপ্তরের তথ্য জানার অধিকার রাখে। তারা যেন তথ্য পেতে কোন হয়রানীর স্বীকার না হয়। এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা দের এ সংক্রান্ত আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকার তাগিদ দেন।
এছাড়াও উলিপুরে “জলাতঙ্ক মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়” এ স্লোগানকে ধারণ করে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডা. লোকমান হাকিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক প্রমুখ।