।। নিউজ ডেস্ক ।।
জঙ্গিবাদ প্রতিরোধ, সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা হলরুমে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর থানার ওসি খান মো: শাহরিয়ার সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তরা বলেন, বাংলাদেশে বহু ধর্মের, বহু মতের মানুষ বসবাস করে। মুক্তিযুদ্ধের চেুনার আলোকে এই বৈচিত্র্য নিয়েই রাষ্ট্র ও সংবিধানমতে দেশ পরিচালিত হয়। তাই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে উন্নয়নের পাশাপাশি সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি বাড়াতে হবে। এ ব্যাপারে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ইমাম, নিকাহ রেজিষ্ট্রার, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, সংখ্যালঘু ও নারী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার শতাধিক মানুষ কর্মশালায় অংশ নেন।