।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (সেপ্টেম্বর ২৮) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ভোগডাঙা উপজেলা সমাজসেবা অফিসার হাবিুর রহমান, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
কর্মশালায় বাল্যবিয়ের কারণ হিসেবে অভিভাবকের অসচেতনা, আইনের কঠোর প্রয়োগের অভাব, নিকাহ রেজিস্টারদের আইন লংঘন, অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীদের স্মার্ট ফোন ব্যবহারসহ নানা বিষয়কে দায়ী করা হয়। বর্তমান আইনে বাল্যবিয়ের সঙ্গে জড়িত ব্যক্তিকে দুবছরের জেল ও এক লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে।
বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা, মোবাইল কোর্টের মাধ্যমে আইনের কঠোর প্রয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টে বিগ্রেড গানসহ নানা সুপারিশমালা পেশ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ইমাম, নিকাহ রেজিষ্ট্রার, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, নারী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার শতাধিক মানুষ কর্মশালায় অংশ নেন।