|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে পৃথকভাবে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রয়োজন। একটা সময় ছিল যখন মানুষ বিয়ের বয়স নিয়ে ভাবত না। এখন সবার মধ্যে সচেতনতা এসেছে। গ্রামের মানুষ এ ক্ষেত্রে অনেক বেশি সচেতন হয়েছে।
➤ কুড়িগ্রামে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতাদের পুলিশের প্রশংসা করে আও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে সম্মিলিত সহযোগিতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে নির্বিঘ্নে পূজা উদযাপিত হবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। তারা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনা প্রতিপালনের অহর্নিশ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানান।
➤ নদী দিবস উপলক্ষে কুড়িগ্রামে গ্রীন ভয়েস’র মানববন্ধন ও স্মারকলিপি
নদী বাঁচাও, দেশ বাঁচাও এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে সারাদেশের প্রতিটি নদ-নদী রক্ষার দাবি জানিয়ে মানববন্ধন ও আলোচনা সভা করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।
➤ কুড়িগ্রামে রণাঙ্গের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা
কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।