।। নিউজ ডেস্ক ।।
উলিপুরের দুর্গাপুর ও দলদলিয়া ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পরিষদ এবং বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে যুব অন্তর্ভূক্তিকরণ বিষয়ক পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প বাংলাদেশ এর আয়োজনে, এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি সচিব হারুন-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি সদস্য রায়হান কবীর, বায়জীদ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর আলিফা বেগম, আমিনুল ইসলাম প্রমুখ।
এদিকে বিকেলে দলদলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বুড়িরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নবী, সংরক্ষিত ইউপি সদস্য ফিরোজা বেগম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোসলেম উদ্দিন, ফিল্ড ফ্যাসিলিটেটর নাছিমা বেগম প্রমুখ। কর্মশালায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রয়োজন। একটা সময় ছিল যখন মানুষ বিয়ের বয়স নিয়ে ভাবত না। এখন সবার মধ্যে সচেতনতা এসেছে। গ্রামের মানুষ এ ক্ষেত্রে অনেক বেশি সচেতন হয়েছে। মেয়েদের বিয়ের বয়স নিয়ে কিছু প্রশ্ন এসেছে। তবে আমরা সবাই যদি সচেতন থাকি, তাহলে বিশেষ পরিস্থিতি ছাড়া কোনো অবস্থাতেই ১৮ বছরের নিচে বিয়ে হবে না