|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন
পরীক্ষায় কোন প্রশ্ন ফাঁস হবেনা বলে শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন, কিন্তু কার গাফিলতি ও দুর্নীতির কারণে ভুরুঙ্গামারীতে প্রশ্ন ফাঁস হলো তা দ্রুত খুঁজে বের করতে হবে। শোনা যায় সেখানে সবজির দামে প্রশ্ন পাওয়া গেছে। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর চরম ব্যর্থতার কারণে এই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে।
➤ ভূরুঙ্গামারীতে প্রশ্ন ফাঁসের ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
ভূরুঙ্গামারী উপজেলায় চলতি এসএসসি পরীক্ষার চাঞ্চল্যকর প্রশ্ন ফাঁসের ঘটনায় ওই বিদ্যালয়ের আরো দুই শিক্ষক এবং একজন অফিস সহায়ককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হলেও বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) তাদের প্রশ্ন ফাঁসের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে এ মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৬ জনে