|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ২০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে সেচ পাম্পের সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ধামশ্রেনী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আমজাদ হোসেনের পুত্র মনজু মিয়া নিজ বাড়ীর সেচ পাম্পের সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
➤ উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা
উলিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুস ছাত্তার (৫২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।
➤ কুড়িগ্রামে আদর্শবাদী দলের সংবাদ সম্মেলন, পায়ে হেটে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ
তিনি বলেন, বর্তমানে দেশের মাঝে ভোট মানে অবিশ্বাস, মারামারি, কাটাকাটি ও নির্বিচারে কিছু মানুষের প্রাণ কেড়ে নেওয়া ছাড়া আর কিছু না। এমতবস্থায় শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। এ জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তার লংমার্চ।