।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুস ছাত্তার (৫২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পুলিশ, পরিবারের লোকজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের সাকের আলীর পুত্র দেলোয়ার হোসেন (৫৫) ও অহর উদ্দিনের পুত্র আবু মিয়া (৪৫) এর দুইটি গ্রুপের সাথে আব্দুস ছাত্তারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সোমবার সকাল ৮ টার দিকে আব্দুস ছাত্তার জমিতে কাজ করছিল। এসময় দেলোয়ার ও তার গ্রুপের লোকজন আব্দুস সাত্তারের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত আব্দুস সাত্তারকে মৃত্যু ভেবে তারা জমিতে ফেলে রেখে চলে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে দুপুরে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান। রাত ১টার দিকে গুরুতর আহত আব্দুল সাত্তার মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এঘটনায় আব্দুস ছাত্তারের স্ত্রী বিউটি বেগম (৪০) একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তারা হলেন, আবু মিয়া (৪৫), আবু বক্কর (৬০), দবির হোসেন (৬৫) ও লাভলী বেগম (৩৮)। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪জনকে জিজ্ঞাসাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
//নিউজ/উলিপুর//মালেক/সেপ্টেম্বর/২০/২২