|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤উলিপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ সকাল নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, খুন, গুম, গ্রেফতার ও গুলি করে নেতাকর্মী হত্যার প্রতিবাদে এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে উলিপুরে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
➤ উলিপুরে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
শিশুটির বাবা-মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সবার অজান্তে শিশু শিপা মনি বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায়। তাকে বাড়িতে দেখতে না পেয়ে মা সাবেরা বেগম খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পার্শ্বের ডোবার পানিতে ভাসমান অবস্থায় শিপা মনিকে দেখতে পায়।
➤ চিলমারীতে চাঁদাবাজি ও প্রতারণার মামলায় আটক ১
চিলমারীতে চাঁদাবাজির মামলায় মামুনুর রশিদ (৩৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক মামুন উপজেলার ছোটকুষ্টারী এলাকার সেকেন্দার আলীর ছেলে।
➤ কুড়িগ্রামে ওলকচুর বাণিজ্যিক চাষ
কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ওল কচুর। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকেরা ঝুঁকছেন ওল চাষে। এটি একটি বেশি পুষ্টিগুণ সম্পন্ন কোন্দ জাতীয় গুল্ম উদ্ভিদ। ওলকচু বেশি পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় নির্দিষ্ট কিছু রোগের পথ্য হিসেবেও ব্যবহার করা হয়। এছাড়াও সবজি হিসেবে খাওয়া যায় বলে বাজারে এর ভালো চাহিদা রয়েছে।