|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, সেপ্টেম্বর ১৭, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ
উলিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দলদলিয়া কিং গাইড স্পোর্টিং ক্লাবের আয়োজনে দলদলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার।
➤ উলিপুরে তিস্তা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম বজরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। পরিদর্শন শেষে অসহায় ২’শ ৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
➤ বৈরী আবহাওয়ায় আগাম সবজি চাষে ক্ষতির শঙ্কায় কুড়িগ্রামের কৃষকেরা
বৈরী আবহাওয়া, সার, বীজ ও কীটনাশকের মূল্যবৃদ্ধিতে কুড়িগ্রামে আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষিদের এবার মাথায় হাত। বৃষ্টিপাত আর উষ্ণ আবহাওয়ার কারণে মাঠেই বীজ শুকিয়ে মরে যাচ্ছে। পলিথিন-কাঁথা দিয়ে ঢেকেও রক্ষা করা যাচ্ছে না।
➤ উলিপুরে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পুলিশ জানায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশের অভিযানে বুড়াবুড়ি ইউনিয়নের বটতলী বাজার থেকে ১০৫ পিস ইয়াবাসহ সবুজ মিয়া ওরফে ছোট সবুজকে আটক করা হয়।