।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে তিস্তা নদী বেষ্টিত বজরা ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। পরিদর্শন শেষে অসহায় ২’শ ৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম বজরা ভাঙন কবলিত এলাকায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এসব ত্রাণ বিতরণ করা হয়। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১কেজি মশুর ডাল, ১কেজি লবণ, ১কেজি চিনি, ধনিয়া মরিচ ও হলুদের গুড়া বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, আওয়ামী লীগ নেতা সাইদুল হক বাচ্চু, উলিপুর পৌরসভার ৬নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার খোকন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, শিক্ষক সাদেক আলী, আব্দুল লতিফ, বজরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ রনি, ইউপি সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
//নিউজ/উলিপুর//মালেক/সেপ্টেম্বর/১৭/২২