|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন
উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ৪ ঘন্টার কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।
➤ উলিপুরে সামাজিক সম্প্রতি কমিটির সভা অনুষ্ঠিত
উলিপুর উপজেলা সামাজিক সম্প্রতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলারুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউএনও বিপুল কুমার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
➤ অরণ্য’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শুধুমাত্র বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, গাছের সঠিক পরিচর্যাকেও গুরুত্ব দিতে হবে।
➤ উলিপুরে ছেলেকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, ঘাতক মা আটক
উলিপুরে সন্তান হত্যার দায়ে ঘাতক মা ফেরদৌসি বেগম (২৭) কে আটক করছেন থানা পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে নিজ বাড়ী থেকে আটক করা হয় তাঁকে। ফরহাদের পিতা বাদি হয়ে ঘাতক স্ত্রী ফেরদৌসির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
➤ কুড়িগ্রামে অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার, চরম বিপাকে গ্রাহকরা
কুড়িগ্রামে পাইকারি ও খুচরা পর্যায়ে এলপিজি গ্যাস বিক্রি বন্ধ রেখেছেন খুচরা বিক্রেতা ও ডিলাররা । অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। তবে জেলা প্রশাসন বলছে কোনোভাবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির সুযোগ নেই।
➤ নাগেশ্বরীতে মুখে বালিশ চাপা দিয়ে শ্যালিকাকে হত্যার দায়ে গ্রেফতার দুলাভাই
শশুর বাড়িতে রাতে ঘুমানোর জায়গা না থাকায় খুশি যে বাড়িতে থাকে সে বাড়িতে নব বিবাহিত বউ নিয়ে থাকত গনি। এসময় স্বামী স্ত্রীর গোপন অভিসার দেখে ফেলে খুশি। এতে ভীষণ ক্ষিপ্ত হয় গনি। সে রবিবার বিকেলে খুশিকে একা পেয়ে ঘরে ডেকে নেয়। এরপর মুখে বালিশ চাপা দিয়ে তাকে মারতে থাকে।
➤ উলিপুরে পাউবোর ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্লুইস গেট আসছে না কোন কাজে
তিস্তার ভাঙ্গনে বুড়িতিস্তা নদীর উৎস মুখে নির্মিত স্লুইস গেটটি নদী গর্ভে চলে যায়। পরে পাউবো কর্তৃপক্ষ অপরিকল্পিত ভাবে বুড়িতিস্তা নদীর মুখে বন্যা নিয়ন্ত্রন বাঁধ দিয়ে বন্ধ করে দেয়। অপর অংশের থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ার নামক স্থানে নতুন করে স্লুইস গেটটি নির্মান করে।
➤ উলিপুরে ল্যাম্পি স্কীন ডিজিজে ১০টি গরুর মৃত্যুসহ আক্রান্ত অর্ধশত
উলিপুরে এক সপ্তাহের ব্যবধানে ল্যাম্পি স্কীন ডিজিজে ১০ গরুর মৃত্যু ও আক্রান্ত হয়েছে অর্ধ শতাধিক। এ রোগ ছড়িয়ে পড়ায় গৃহস্থ ও খামারিরা তাদের গবাদি পশু নিয়ে মহা বিপাকে পড়েছে।