।। নিউজ ডেস্ক ।।
‘একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’ স্লোগানে কুড়িগ্রামের পরিবেশবাদী সংগঠন অরণ্য’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ উদযাপন করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা স্মারক, অতিথি সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অরণ্য’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অরণ্য’র সভাপতি আব্দুস ছোবাহান জুয়েল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করোনা আপডেট কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা তানভির চৌধুরী অন্তু, অরণ্য’র উপদেষ্টা ও আদর্শ নার্সারীর পরিচালক মুনসুর আলী, নারী উদ্যোক্তা জুলিয়া জুলকারনাইন, ব্যাংকার নুরুজ্জামান রাজু, মীর ইসলাম হোসেন সরকারি কলেজের প্রভাষক এনামুল হকসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শুধুমাত্র বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, গাছের সঠিক পরিচর্যাকেও গুরুত্ব দিতে হবে। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।
উল্লেখ্য, ২০১৬ সালের ১২ই সেপ্টেম্বর কুড়িগ্রাম সীমান্ত কফি হাউজে ‘অরণ্য’ নামের পরিবেশবাদী সংগঠনটি আত্মপ্রকাশ করার পর থেকে কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, রেল স্টেশনসহ সরকারি ও জনকল্যাণকর স্থাপনায় বৃক্ষরোপণ করে আসছে এবং চলতি বছর নবজাতকের বাড়িতে বৃক্ষরোপণ করে সাড়া ফেলেছে।