|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, সেপ্টেম্বর ১১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে উপবৃত্তিবঞ্চিত কয়েক শ শিক্ষার্থী, ঝরে পড়ার আশঙ্কা
কুড়িগ্রামে ২০২১-২২ অর্থবছরে সরকারের দেওয়া উপবৃত্তি সুবিধা পায়নি স্কুল-কলেজের কয়েক শ শিক্ষার্থী। দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ জোগাতে সরকার এ সুবিধা দিলেও উপবৃত্তি না পাওয়ায় অনেকের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।
➤ ফুলবাড়ীতে নদী ভাঙন রোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেয়ার দাবি
ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডপ এলাকায় ধরলা নদীর ভাঙন রোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকবাসী।
➤ কুড়িগ্রামে পাটের দাম ভালো হলেও দুশ্চিন্তায় চাষীরা
চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় সোনালি আঁশ পাটের দাম ভালো হলেও দুশ্চিন্তায় চাষীরা। বর্ষা মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় খাল-বিলে স্বাভাবিকের তুলনায় পানি অনেক কম। তাই ভাল পানিতে পাটগাছ পচাতে না পারায় চাষিরা বিপাকে পড়েছেন। ফলে হাটে ভালো দাম পাচ্ছে না পাট চাষীরা।
➤ উলিপুরে ৪৯তম গ্রীষ্মকালীন খেলাধুলা অনুষ্ঠিত
উলিপুরে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।