|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারিতে পাওনা টাকা চাওয়ায় নারীকে ঘুষি
পাওনা টাকা চাওয়ায় এক নারীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রৌমারী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামাল মিয়ার বিরুদ্ধে। এ সময় স্থানীয় জনতার রোষের মুখে পড়ে শেষপর্যন্ত ডোবার পানিতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন তিনি। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। পানি থেকে তুলে গণধোলাই দেয়া হয়েছে তাকে।
➤ উলিপুরে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
উলিপুরে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া খাতুন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তবকপুর ইউনিয়নের বামনাছড়া নয়া গ্রাম। ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
➤ উলিপুরে নিখোঁজের ২দিন পর শিশুর মরদেহ উদ্ধার
পরিবারের লোকজন ওই রাত এবং পরদিন শুক্রবার বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পার্শবতী পাতিলাপুর-মিয়াপাড়া সড়কের আকবর আলীর ধান ক্ষেতে শিশুটির মরদেহ এলাকার লোকজন পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়।
➤ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দূরদর্শী চিন্তার ফসল
শিক্ষা, গবেষণা, সম্প্রসারণ এবং প্রশিক্ষণের সঙ্গে সংশ্নিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, প্রশিক্ষক, টেকনিশিয়ান এবং সম্প্রসারণ কাজে যুক্ত সবাই যদি বিশ্ববিদ্যালয়টি ধারণ করার মানসিকতা নিয়ে তাদের স্ব-স্ব দায়িত্ব পালন করেন, তবেই বিশ্ববিদ্যালয়টি সফলতার মুখ দেখবে।