|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, সেপ্টেম্বর ০৯, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশু ধর্ষিত
শুক্রবার সকালে প্রতিদিনের নেয় পশ্চিম ফুলমতি গ্রামের মিন্টু মিয়ার মেয়ে (৩ বছরের শিশু) প্রতিবেশী পশ্চিম ফুলমতি গ্রামের মৃত বগরুদ্দিন (৬৪) এর ছেলে নজরুলের বাড়ীতে খেলতে গেলে কৌশলে তিনি শিশুটিকে তার থাকার ঘরে নিয়ে এসে ধর্ষণ করেন।
➤ ভূরুঙ্গামারীতে হেরোইনসহ তরুণী আটক
ভূরুঙ্গামারীতে হেরোইনসহ এক তরুণীকে আটক করেছে পুলিশ। মাদককারবারির সাথে জড়িত থাকার অভিযোগে ওই তরুণীসহ তার মা-বাবার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
➤ জ্বালানি তেলের প্রভাব খড়ে, বিপাকে গৃহস্থ-গো খামারিরা
কুড়িগ্রামে খড়ের দাম বৃদ্ধিতে গবাদিপশু পালন নিয়ে বিপাকে পড়েছেন গৃহস্থ ও খামারিরা। দফায় দফায় বন্যায় এখানকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় চলছে আমন ধানের চারা লাগানোর মৌসুম। ফলে দেখা দিয়েছে মাঠ ও চারণভূমির অপ্রতুলতা। এসব কারণে বেড়েছে গো-খাদ্যের সংকট।
➤ উলিপুরে আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
কৃষি বিভাগ বলছে, আউশ ধান চাষে খরচ কম। বোরো কাটার পর এবং আমন ধান রোপণের পূর্বে জমিতে আউশ ধানের চাষ হয়ে থাকে। বিঘা প্রতি ফলন হয় ১৫ থেকে ১৬ মণ পর্যন্ত। এবারে আউশ রোপনকৃত জমির সিংহভাগে ব্রি-৪৮ ধান চাষ করেছেন কৃষকরা। এ ধানের আয়ুষ্কাল ১৩৫ থেকে ১৪০ দিনের মতো।