|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, সেপ্টেম্বর ০৭, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে দাদু গ্রেফতার
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি তার দাদুর সঙ্গে বাড়িতে খেলছিল। খেলার এক পর্যায়ে বাড়িতে কেউ না থাকার সুবাদে শিশুটিকে ধর্ষণ করে দাদু আফজাল হোসেন। পরে বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পারলে তাকে কুড়িগ্রাম জেনারেল ভর্তি করা হয়। শিশুটির বাবা বাদি হয়ে বাবার বিরুদ্ধে রাজারহাট থানায় ধর্ষণ মামলা করেন।
➤ অন্যের সন্তান দেখিয়ে ছুটি নেয়ায় নাগেশ্বরীর আলোচিত স্কুল শিক্ষিকা সাময়িক বরখাস্ত
এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম শিক্ষিকার বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাই তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও এই ছুটি নেওয়ার বিষয়ে যারা ওই শিক্ষিকা সহযোগিতা করেছেন তাদেরকে বিচার আওতায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেন।
➤ কুড়িগ্রামে পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ৩ দোকানীকে জরিমানা
দই-মিষ্টির প্যাকেটের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য না থাকা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অপরাধে কুড়িগ্রামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
➤ কুড়িগ্রামে ৬নং সেক্টরে যুদ্ধকালীন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান মুক্তিযুদ্ধে ৬নং সেক্টরের অধীন যুদ্ধকালিন সাবেক উর্ধ্বতন সামরিক মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের সংবর্ধনা ও সম্মাননা জানালো কুড়িগ্রামের উত্তরবঙ্গ জাদুঘর। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শহরের খেজুরতলায় অবস্থিত উত্তরবঙ্গ যাদুঘরের নির্মাণাধীন হলরুমে তাদেরকে বরণ করে নেয়া হয়।