|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ০৬, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে নদী ভাঙ্গন রোধে চলমান কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালক
পরিদর্শন শেষে সদর উপজেলার ধরলা নদীর মোগলবাসা ঘাটে তিস্তার চলমান ভাঙ্গনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বজলুর রশিদ জানান, ইমারজেন্সি ওয়ার্কের ফান্ড দিয়ে স্থায়ীভাবে তিস্তার ব্যাপক ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। তবুও আমরা ভাঙ্গন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
➤ কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় মাদকসহ বিভিন্ন মামলার ২৫ আসামি গ্রেফতার
কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদক ও ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ২৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে বিশেষ অভিযান বাড়ানো হবে।
➤ উলিপুরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু
সহপাঠীরা গোসল শেষে যে যার মতো বাড়ি চলে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে কান্নাকাটি শুরু করলে তার এক সহপাঠী পুকুরে একসাথে গোসল করার কথা জানায়।