|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, সেপ্টেম্বর ০৫, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠক
উলিপুরে শিক্ষা বিষয়ক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ সেপ্টেমবর) দুপুরে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে বজরা ইউনিয়নের চর বজরা গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, জাতীয় মহিলা সংস্থা উপজেলা শাখার চেয়ারম্যান রীতা সরকার
➤ কুড়িগ্রামে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
যুব নেতৃত্বের মাধ্যমে কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহ মুক্তকরণ এবং যুব ও যুবাদের স্থানীয় ও জাতীয় পর্যায়ে ক্ষমতায়িত করার লক্ষ্যে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
➤ রৌমারীতে বিদেশী অস্ত্রসহ ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র্যাব
আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ আগ্নেয়াস্ত্র প্রদর্শন পূর্বক রৌমারী উপজেলার চরাঞ্চলে চাঁদাবাজি, ডাকাতি ও জেলেদের মালামাল লুটসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। আসামীকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।
➤ ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবক কারাগারে
রৌমারী উপজেলায় ঘরে ঢুকে শারীরিক-বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবু মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার বাবু মিয়া উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।