|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, সেপ্টেম্বর ০৩, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে অন্যের সন্তান দেখিয়ে মাতৃত্বকালীন ছুটি ভোগ শিক্ষিকার
শফি আহমেদ স্বপন জানান, আমি শাপলাকে কুড়িগ্রামে চাকরী করতে দিবো না। ওকে এখানে নিয়ে আসবো। ট্রান্সফারের সব কাজ রেডি। এখন ট্রান্সফার বন্ধ আছে। চালু হলেই নিয়ে আসবো। এগুলো নিয়ে নিউজ করে কিছুই হবে না। শুধু হয়রাণি। আমরা সবাইকে ম্যানেজ করতে পারবো।
➤ উলিপুরে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নির্মাণের উদ্বোধন
শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তবকপুর ইউপি’র রসুলপুর গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে, তবকপুর উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে ল্যাট্রিন নির্মাণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
➤ দাশেরহাট ছড়ায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন
শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে সর্বস্তরের কয়েকশ মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এসময় বক্তারা বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত তিনটি স্থানের চেয়ে দাশেরহাট ছড়া এলাকায় খাস জমির পরিমাণ বেশি।
➤ উলিপুরে ৪’শ অবহেলিত নারীর কর্মসংস্থান
কর্মরত অনেক নারীই বলেন, আাগে সামাজিক ভাবে তাদের খুবই অবহেলা করা হতো। এখন পরিবারের লোকজনসহ সবাই তাদের সম্মান করেন। কাজ করে উপার্জন করার আনন্দই আলাদা, যা এখন বুঝতে পাইছি।
➤ উলিপুরে পারিবারিক কলহে স্ত্রীকে গরম তেলে ঝলসে দিল স্বামী
উলিপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন গরম তেলে লাবণী খাতুন নামে এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছে। এ ঘটনায় স্বামী মো. সুজন মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ আগস্ট) সকালে পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।