।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদর উপজেলার দাশেরহাট ছড়া সংলগ্ন এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে কুড়িগ্রাম-রংপুর সড়কের আরডিআরএস বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে সর্বস্তরের কয়েকশ মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন, নীলমাধব সরকার, দুলাল ব্যাপারী, আহাম্মদ আলী, দাশেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন, ব্যবসায়ী বেলাল হোসেন ও গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত তিনটি স্থানের চেয়ে দাশেরহাট ছড়া এলাকায় খাস জমির পরিমাণ বেশি।
এই এলাকার পাশ দিয়ে সোনাহাট-রংপুর আঞ্চলিক মহাসড়ক চলে গেছে। শহরের সঙ্গে যোগাযোগ সুবিধার পাশাপাশি শহরে যানজটের সম্ভাবনা নেই। এখানে এক ফসলি জমি ও মৎস্য গবেষণার জন্য বিশালাকারের বিল রয়েছে। নদী ভাঙনের ঝুঁকি মুক্ত এই এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলেও দৃষ্টিনন্দন ও বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় স্থাপন হবে বলে মনে করেন তারা।