।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী খেলায় নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলা পরস্পরের মুখোমুখী হয়। খেলায় নাগেশ্বরী উপজেলার ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় মজনুর হ্যাট্রিকের সুবাদে নাগেশ্বরী উপজেলা ৪-০ গোলে ফুলবাড়ী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দলের অপর গোলটি করেন ১৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাসেল।
এর আগে উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান প্রমুখ।
গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা দুটি গ্রুপে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামিকাল (০৩ সেপ্টেম্বর) শনিবার কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।