|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০১, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া যাচ্ছে না কাঙ্খিত স্বাস্থ্য সেবা
কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল নিয়োগ না দেয়ায় উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার মানুষজন। বেশিরভাগ বিভাগে নেই বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য রংপুরে যেতে হয় রোগীদের।
➤ কুড়িগ্রামে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
চ্যাম্পিয়ন টিমের দল নেতা তাহমিদ জারিফ জয় বলেন, দাবা খেলা শুরুর পর আমার মোবাইলের আসক্তি কমেছে অনেকাংশে। এখন ধীরস্থির হয়ে কাজ করার, পড়াশুনা করবার, চিন্তা করবার, যেকোন বিষয়ে পরিকল্পনা করার ব্যাপারে ধৈয্য, আগ্রহ এবং এনার্জি পাচ্ছি। যা আমাকে বদলে দিচ্ছে।
➤ ফুলবাড়ীতে ভারি বর্ষণের কারণে ধসে পড়েছে রাস্তা
ফুলবাড়ীতে শাহ্ বাজার সড়কে রংধনু পাঠাগার সংলগ্ন রাস্তার এক ধারে প্রায় ২০ মিটার গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ভারি বর্ষণের কারণে ধসে পড়েছে বাঁধাই করা ইট-পাথর। ফলে যাতায়াত ব্যবস্থায় পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
➤ ভূরুঙ্গামারীতে খোলা বাজারে (ওএমএস) এর চাল বিক্রি শুরু
ভূরুঙ্গামারীতে খোলা বাজারে (ওএমএস) এর চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে চাল বিক্রির শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।
➤ উলিপুরে ২১১জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্বর্ধনা
উলিপুরে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ২১১জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্বর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি উলিপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় বিদায়ী সম্বর্ধনা ও আলোচনা সভা।