জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। অস্থায়ী ভিত্তিতে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী প্রকৌশলী (তড়িৎ (ইইই), যান্ত্রিক, মেটালার্জিক্যাল, কেমিক্যাল, সিভিল, আর্কিটেকচার বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং–সিএসই)।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ২২০০০-৫৩০৬০ টাকা। এছাড়াও নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
বেদনের যোগ্যতা: কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণিসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং তড়িৎ (ইইই)/ যান্ত্রিক/মেটালার্জিক্যাল, মেকানিক্যাল/ সিভিল/ আর্কিটেকচার/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)। এছাড়াও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২২ সালের ৫ সেপ্টেম্বর ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের সময়: আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
এছাড়াও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।