|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে ২ মাসেও বিতরণ হয়নি জিআর প্রকল্পের চাল
সকল নিয়ম কে হার মানিয়ে রাজত্ব যেন চলছে অনিয়মের। কাগজ কলমে উত্তোলন দেখানো হলেও বাস্তবে রয়ে গেছে খাদ্যগুদামে। ৩০ জুনের মধ্যে উত্তোলন করার কথা থাকলেও অজ্ঞাত কারনে ২ মাসেও বিতরন করা হয়নি জিআর প্রকল্পের চাল। সু-কৌশলে আত্মসাতের চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।
➤ উলিপুরে তিস্তা নদীর তীব্র ভাঙনে গত ২৪ ঘন্টায় গৃহহীন ৬০ পরিবার
উলিপুরে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে নিমিষেই কমিউনিটি ক্লিনিক, মসজিদ, ঈদগাহ মাঠ, ব্র্যাক প্রি-প্রাইমারী স্কুল, মাদ্রাসা, কালী মন্দীরসহ ৬০ পরিবারের বসতভিটা, আবাদি জমি ও আধা কিলোমিটার পাকা সড়ক নদী গর্ভে চলে গেছে। ভাঙন কবলিত এলাকার মানুষ তাদের শেষ সম্বল সরিয়ে নিতে প্রানান্তর চেষ্টা করলেও পাউবো’র টনক নড়েনি। নেয়া হয়নি ভাঙন রোধে কোন পদক্ষেপ।
➤ ভুরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি
ভুরুঙ্গামারীতে নিষিদ্ধ বোরিং ড্রেজার মেশিন দিয়ে আবাদি জমি থেকে অবৈধভাবে ভু-গর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছে। সমতল ফসলি জমি থেকে অবৈধভাবে বালু তোলার কারণে ভূমি ধসের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে কৃষকের ফসলি জমি।