|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, আগস্ট ২৮, ২০২২। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে নয়ারহাট ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন
চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদের ভিত্তি প্রস্তর স্থাপন। শনিবার (২৭ আগস্ট) বিকালে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। ইউনিয়নের খেয়ুরার চর এলাকায় দীর্ঘদিন পর নির্ধারিত স্থানসহ ভবন হতে যাচ্ছে।
➤ কুড়িগ্রামে শুভসংঘের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
কুড়িগ্রামে জেলা শুভসংঘের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের একটি ভূমিহীন দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। রবিবার রওশন আরা রিনা ফাউন্ডেশনের সহায়তায় আবুল হোসেন ও সুরুজ্জন বেগম দম্পতির মাঝে ঘর মেরামতের জন্য এক বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।
➤ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
উলিপুরে সাবেক পুলিশের হাবিলদার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৭ আগস্ট) বিকেলে গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাটস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
➤ কুড়িগ্রাম সদরের হরিকেশ কোণাপাড়া থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম পৌরসভা এলাকার সাবেক ঝিনুক সিনেমা হল সংলগ্ন হরিকেশ কোণাপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়ছে। রশিতে ঝোলানো অর্ধগলিত মরদেহটি রবিবার (২৮ আগস্ট) বিকেলে উদ্ধার করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
➤ ভুরুঙ্গামারী ও চিলমারীতে পৃথকভাবে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ভোলায় পুলিশের গুলিতে ২ জন নিহত ও সারা দেশে জ্বালানি তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে এবং দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে ভুরুঙ্গামারী ও চিলমারীতে পৃথকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি।