।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে জেলা শুভসংঘের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের একটি ভূমিহীন দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। রবিবার রওশন আরা রিনা ফাউন্ডেশনের সহায়তায় আবুল হোসেন ও সুরুজ্জন বেগম দম্পতির মাঝে ঘর মেরামতের জন্য এক বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শুভসংঘের সভাপতি খন্দকার খায়রুল আনম, কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, শুভসংঘ কুড়িগ্রামে জেলা কমিটির সদস্য শফিকুল ইসলাম ও মজিদুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সদস্য মিনহাজুল ইসলাম মুরাদ ও কাঁঠালবাড়ী কলেজ শাখা শুভসংঘের সদস্য মুহিত হাসান।
উল্লেখ, দরিদ্র এই দম্পতির মেয়ে মেধাবী স্কুল শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী আইরিন গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। তাদের অপর মেয়েও স্বামী পরিত্যক্তা। নিজস্ব জায়গা না থাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে ভাঙা ঘরে মাথা গুঁজে থাকেন। ঢেউটিন পাওয়ার পর সুরুজ্জন বেগম বলেন, ‘হামরা গরীর মানুষ। জমি নাই, ঘর নাই। তোমরা যে টেনটা দিলেন, তাতে হামার খুব উপকার হইবে।’