।। নিউজ ডেস্ক ।।
ভোলায় পুলিশের গুলিতে ২ জন নিহত ও সারা দেশে জ্বালানি তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে এবং দ্রব্যমূল্য হ্রাসের দাবিতে ভুরুঙ্গামারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি।
রোববার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রায় এক যুগ পর বিশাল শোডাউন দেয় বিএনপি। এতে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতা-কর্মী প্রতিবাদ মিছিলে অংশ গ্রহন করে।
বিক্ষোভ মিছিলটি উপজেলার কলেজ মোড় থেকে শুরু হয়ে সাদ্দাম মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে পুনরায় কলেজ মোড়ে এসে শেষ হয়। মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী। এ সময় সরকারের পদত্যাগ চেয়ে ও বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিভিন্ন শ্লোগান দেয় নেতা-কর্মীরা। মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কাজি গোলাম মুস্তফা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সাইফুর রহমান রানা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদার, সৈকত, কাজি নিজাম, রফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান রানা বলেন, আওয়ামী লীগ সরকার ব্যর্থ সরকারে পরিণত হয়েছে। তেল, গ্যাস, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে আছে। তাই এই অবৈধ সরকারকে আর সময় দেয়া যাবে না। সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে শনিবার (২৭ আগস্ট) সকালে চিলমারী উপজেলা বিএনপির একাংশ নিত্যপণ্য, জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা হত্যাকাণ্ডে প্রতিবাদে বিএনপির দুটি গ্রুপ পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল বারী সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব, ব্যারিস্টার রবিউল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, কুড়িগ্রাম জেলা ছাত্রনেতা হিরক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সাঈদ হোসেন পাখী প্রমুখ।
অপরদিকে উপজেলা বিএনপির অপর অংশের নেতা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু হানিফার নেতৃত্বে উপজেলার তেলের পাম্প মোড় এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সহ সভাপতি মো. সাহেব আলী, যুগ্ন সাধারণ সম্পাদক সাদাকাত হোসেন সাজু প্রমুখ।